Sunday, 10 April 2016

SAVINGS   VS INVESTMENT  

আমার কাছে প্রায়ই বিভিন্ন ব্যক্তি সেভিংস ও ইনভেস্টমেন্ট এর তফাৎ জানতে চান। তাঁরা জানতে চান কখন এবং কেনো এগুলির প্রয়োজন হয়। তাঁরা তো BANK,PO,INSURANCE, PPF ইত্যাদিতে invest করে থাকেন,তা হলে সেভিংস কি ভাবে করবেন?

এ সব কিছুর উত্তর পাবার আগে একটা বিষয় জেনে রাখা দরকার – আমজনতা ইনভেস্টমেন্ট ভেবে বেশিরভাগ যা কিছু করে থাকেন তা আসলে সেভিংস। BANK FD,PO SCHEMES, INSURANCE, PPF ইত্যাদি সব কিছু সেভিংস এর মধ্যেই পড়ে

SAVINGS বা INVESTMENT আসলে কি?

প্রথাগত ভাবে short-term প্রয়োজনের জন্য ঝুঁকিহীন ভাবে যা জমান হয় তাকেই সেভিংস বলে। ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হয় Mid-term থেকে long-term দরকারের উপর।আপনার destination এর উপর যেমন আপনার vehicle নির্ভর করে ঠিক তেমনই কি উদ্দেশ্যে এবং কখন আপনার টাকা লাগবে তার উপর নির্ভর করবে আপনার সেভিংস না ইনভেস্টমেন্ট কোনটা দরকার। এই জায়গাটিতেই বাস্তবে expert এর সাহায্য দরকার হয়ে পড়ে। যার ফলস্বরুপ অনেকেই ইনভেস্টমেন্ট এর প্রয়োজনের সময় সেভিংস করে থাকেন এবং দরকারের সময় অথৈ জলে পড়েন।

ইনভেস্টমেন্ট সাধারনতঃ inflation adjusted return প্রদান করে থাকে। ফলে দীর্ঘকালীন কোন লক্ষ্যে পৌছতে খরচ বৃদ্ধির ঝুঁকি নিতে হয়না ( বিশদ ভাবে জানার জন্য ব্যক্তিগত ভাবে যোগাযোগ করুন)। ইনভেস্টমেন্ট নানান ধরনের হতে পারে যেমন LIQUID FUND INVESTMENT/ GOLD INVETMENT/ REALESTATE INVESTMENT/ EQUITY OR OWNERSHIP INVESTMENT ইত্যাদি। এই সমস্ত কিছু আলোচনার জন্য প্রচুর সময় প্রয়জন। সময়াভাবে আমরা এখানে শুধু EQUITY OR OWNERSHIP INVESTMENT নিয়ে আলোচনা করবো।

EQUITY OR OWNERSHIP INVESTMENT
Short-term প্রয়োজনের সেভিংসের ব্যবস্থা করার পর long-term প্রয়োজনের জন্য (যেমন ছেলেমেয়েদের উচ্চশিক্ষ্যা / রিটায়ারমেন্ট ইত্যাদি) ইনভেস্টমেন্টের দরকার হয়ে পড়ে। কারন সেভিংসের মাধ্যমে তা মেটাতে গেলে মূল্যবৃদ্ধি সমস্ত পরিকল্পনা বানচাল করে দেয়।কিন্তু তা খুব সুন্দরভাবে ownership ইনভেস্টমেন্টের মাধ্যমে পূরণ করা যায়। যদিও তা স্বল্পকালীন সময়ের জন্য খুবই ঝুঁকি পূর্ণ কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে যথেস্ট safe. একটু উদাহরনের সাহায্যে বিষয়টা দেখে নেওয়া যাক –

মনে করা যাক রামবাবু আগামী ১৫ বছরের জন্য কোন টাকা জমাতে চান। উনার কাছে দুটি option আছে। ১) কোন একটি ব্যাঙ্কে টাকাটা FD করা অথবা ২) ওই ব্যাঙ্কেরই মালিকানা নেওয়ারামবাবুর মতো অধিকাংশ ব্যাক্তি এক্ষেএে প্রথম পথটাই বেছে নিয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হলো BANK তার DEPOSITOR দের যে সূদ দিয়ে থাকে তা কি কোন বিশেষ দূর্বলতা বশতঃ দিয়ে থাকে নাকি সে জানে যে OVER THE TERM সে যা সূদ দেবে তার থেকে অনেক বেশী সে আয় করবে। অবশ্যই দ্বীতীয় কারনটাই সত্য। এই কারনে LONG-TERM OWNERSHIP INCOME সব সময় সেভিংসের থেকে বেশী হয় ( বিশদ ভাবে জানার জন্য ব্যক্তিগত ভাবে যোগাযোগ করুন)।

মালিকানার আয়ে উত্থান পতন থাকলেও দীর্ঘকালীন সময়ে সে তার সব থেকে খারাপ সময়েও সাধারনতঃ সেভিংসের থেকে বেশি আয় প্রদান করে থাকে।

নিচের টেবিলে শুরু থেকে আজ পর্যন্ত SENSEX এর PERFORMANCE দেওয়া হলো :
Year
Open
High
Low
Close
RETURN(%)
ABS RET
1979
119
1980
148
25
1981
228
54
78
1982
236
4
82
1983
253
7
89
1984
272
7
97
1985
527
94
191
1986
524
-1
190
1987
442
-16
174
1988
666
51
225
1989
779
17
242
1990
1048
35
277
1991
1027.38
1955.29
1909
82
359
1992
4546.58
2615
37
396
1993
2617.78
3459.07
3346
28
424
1994
3436.87
4643.31
3927
17
441
1995
3910.16
3943.66
3110
-21
420
1996
3114.08
4131.22
2713.12
3085
-1
419
1997
3096.65
4605.41
3096.65
3659
19
438
1998
3658.34
4322
2741.22
3055
-16
422
1999
3064.95
5150.99
3042.25
5006
64
485
2000
5209.54
6150.69
3491.55
3972
-21
465
2001
3990.65
4462.11
2594.87
3262
-18
447
2002
3262.01
3758.27
2828.48
3377
4
450
2003
3383.85
5920.76
2904.44
5839
73
523
2004
5872.48
6617.15
4227.5
6603
13
536
2005
6626.49
9442.98
6069.33
9398
42
579
2006
9422.49
14035.3
8799.01
13787
47
625
2007
13827.8
20498.1
12316.1
20287
47
673
2008
20325.3
21206.8
7697.39
9647
-52
620
2009
9720.55
17530.9
8047.17
17465
81
701
2010
17473.5
21108.6
15652
20509
17
719
2011
20621.6
20664.8
15135.9
15455
-25
694
2012
15534.7
19612.2
15358
19427
26
720
2013
19513.5
21483.7
17448.7
21171
9
729
2014
21222.2
28822.4
19963.1
27499
30
758
2015
27485.8
30024.7
24833.5
26121
TILL NOW
-5
753
KUNTAL CHAUDHURI – CERTIFIED FINANCIAL PLANNER

M- 9433240927/ 9038514181

No comments:

Post a Comment