বৃত্তবান হবার উপায় কি? KUNTAL
CHAUDHURI
CERTIFIED FINANCIAL PLANNER
M-9433240927/9038514181
সম্পদ কি ভাবে সৃষ্টি করা যায় বা আরও
বাড়ানো যায় এই ভাবনা কমবেশী আমাদের সকলের মাথাতেই ঘুরতে থাকে।একটু দেখে নেবার
চেষ্টা করা যাক কোনো সহজ ও সংক্ষিপ্ত পথ আছে কিনা সম্পদ সৃষ্টির জন্য।
সম্পদ কাকে বলা যেতে পারে?
সাধারণ ভাবে সম্পদ বলতে সামগ্রিক সন্চয়
ও সামগ্রিক দেনার নিট ফলকেই বোঝায় অর্থাৎ দেনার তুলনায় আমাদের সন্চয় কতটা বেশী
তাকেই বোঝায়। কিন্তু বাস্তব জীবনে সম্পদ কথাটা আরেকটু গভীরভাবে আমরা ব্যবহার করে
থাকি।সম্পদ বলতে আমরা সাধারনতঃ বুঝি একজন মানুষের স্বচ্ছল(অসংযমী নয় কিন্তু)যীবন
যাপনের জন্য যে পরিমান অর্থের প্রয়োজন হয়।
সম্পদ সৃষ্টির সহজ সরল পথ থাকলেও
কোনো সংক্ষিপ্ত পথ আমার অন্তত জানা নেই। সহজ সরল পথটি হলো দীর্ঘকালীন ভিত্তিতে
কতকগুলি সুশৃঙ্খল পদ্ধতি অনুসরন করা।যেমন – 1)কিছুটা হলেও ব্যায় সঙ্কোচন(Warren
Buffet এর মতে অন্যতম প্রধান উপায়)। 2)বিনিয়োগ যথাসম্ভব আগে শুরু করা। একজন 30
বছর বয়ষ্ক মানুষ তাঁর রিটায়ারমেন্ট পরিকল্পনা আজকের পরিবর্তে মাএ 5 বছর পরে শুরু
করলে ম্যাচুরিটি ভ্যালু প্রায় অর্ধেক পাবে(অবাক লাগলেও সত্য)।3)সঠিকভাবে
পোর্টফোলিও ম্যানেজমেন্ট – যা আমার মতে সব চেয়ে কার্যকরী উপায়।পোর্টফোলিও
ম্যানেজমেন্ট বলতে বোঝায় কোন খাতে কত টাকা থাকবে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে
তার কি কি পরিবর্তন ঘটান উচিৎ।
মূলতঃ এই ধাপগুলি সঠিকভাবে অনুকরন ও
অনুসরন করলে এবং আরও কতকগুলি ছোট ছোট নীতি অনূসরন করলে দীর্ঘকালীন ভিত্তিতে বৃত্তবান হওয়া সম্ভব।
বিশদ ভাবে জানার জন্য ব্যক্তিগত ভাবে
যোগাযোগ করুন।
No comments:
Post a Comment