Tuesday, 25 July 2023

কিছু দিন টাকা জমান, আর সারা জীবন ফল উপভোগ করুন


আমার আজকের এই লেখা প্রধানত তরুণ প্রজন্মের জন্য। সকল অল্প বয়সীদের ও তাঁদের অভিভাকদের আমি অনুরোধ করবো এই ছোট্ট লেখাটা একটু মন দিয়ে পড়তে।

সাফল্যের সবচেয়ে সহজ সরল পথ হলো পূর্ববর্তী সফলদের পথ অনুসরণ করা। বিনিয়োগের ক্ষেত্রে তেমনই একটি পথ হলো  সময় । বিনিয়োগের সাফল্যের জন্য সময়ের চেয়ে বড় চাবিকাঠি আর কিছু নেই। আর সমস্যাটা ঠিক এখানেই। আজকের দিনে তরুণ প্রজন্ম কোনো দীর্ঘ সময়ের অঙ্গীকারকে ভয় পান। ফলে সহজাত কারনেই তা এড়িয়ে চলতে চান।  আমার আজকের প্রয়াস দুদিক বাঁচিয়ে এই তরুণ প্রজন্মকে আশার আলো দেখানো।

আজ আমরা দেখে নেবো অল্প কিছুদিন টাকা জমিয়ে সারা জীবন ভালো থাকার কোনো উপায় আছে কিনা! যুব সমাজকে আজকের দিনে কর্ম ক্ষেত্রে অনেক ঘাত প্রতিঘাত, প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়। তারা নিজেরাও জানেননা আগামী দিনে ঠিক কি ঘটতে চলেছে। ফলে তাঁদের বর্তমান টাকে কিন্তু খুব সুন্দর ভাবে কাজে লাগাতে হবে।

আগামী ২০ বছর প্রতিমাসে ২০,০০০ টাকা জমাতে বললে অনেকেই হয়তো এড়িয়ে যেতে পারেন। কিন্তু আগামী ৫ বছরের জন্য এই কাজটা অনেকেই করতে পারবেন। তারা ৫ বছর টাকা দেবেন, তারপর আর বিনিয়োগ করবেননা। তার ঠিক ১৫ বছর পর ( অর্থাৎ শুরু থেকে ২০ বছর পর) থেকে তারা প্রতি মাসে পেতে পারেন প্রায় ৫৭,০০০ টাকা সারা জীবনের জন্য  *। এছাড়াও মনোনীত ব্যক্তি পাবেন আনুমানিক ৮৯ লাখ টাকা।

৫ হাজার টাকা প্রতি মাসে দিলে তিনি প্রতি মাসে ফেরৎ  পাবেন ১৪,০০০ টাকা, আর মনোনীত ব্যক্তি পাবেন প্রায় ২২ লাখ টাকা। 

আজকের দিনে লাইফ স্টাইলের জন্য খরচ সকলেরই বেড়ে চলেছে। তরুণ প্রজন্মের ক্ষেত্রে সেটা আরও বেশি। আর একটা খুব বড় সমস্যা হলো অধিকাংশ ক্ষেত্রেই আগামী দিনে পেনশন বলে কিছু থাকবেনা।তাই আজ থেকেই সতর্ক না হলে আগামী দিনে বড় সমস্যা হতে পারে। উন্নত দেশের জীবন ধারাকে অনুসরণ বা অনুকরণ করলে কোনো ক্ষতি নেই, কিন্ত একথা ভুললে চলবেনা সোশ্যাল সিকিউরিটি এখানে প্রায় নেই বললেই চলে। তাই নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে এবং সেটা সময় থাকতে। পরে করার কথা ভাবলে সমস্যা বাড়বে বই কমবেনা।



* রিটার্ন ধরা হয়েছে বিনিয়োগ কলে ১২%, টাকা ফেরৎ পাবার সময় ৮%

No comments:

Post a Comment