Power of compounding কে বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়ে থাকে। Compounding কথাটা আমরা শুনেছি সবাই, জানিও সবাই কিন্তু কাজে লাগিয়েছেন খুব অল্প মানুষই।
টাকা বিনিয়োগ করার পরে আমরা মেয়াদ শেষে হাতে কি পাবো তা নির্ভর করে 3টি বিষয়ের উপর -
1) কত টাকা জমা রাখছি (P)
2) কত হারে সুদ পাচ্ছি ( R)
3) কত দিন টাকাটা জমা রাখছি (N)
আমরা অধিকাংশই প্রথম দুটিকে খুবই গুরুত্ব দিয়ে থাকি, তৃতীয়টির তুলনায়। কিন্তু গাণিতিক সূত্র অনুযয়ী এই সময় (N) থাকে সূচকে । বাকিরা থাকে ভিত্তিতে। আর ভিত্তির (base) সাথে সূচকের(exponent) কোনো লড়াই চলেনা।
Accumulated Sum = P*(1+R)^N
সুদের উপর সুদ জমা Power of compounding এর আসল মজা। সময় যত বাড়তে থাকে - এই মজাও তত বাড়ে। টাকায় টাকা আনে কথাটা আমরা অনেক শুনেছি - ঠিক তেমনি সুদও সুদ আনে।
একটু উদাহরনের মাধ্যমে বিষয়টা দেখা যাক ( টেবিল নিচে দেওয়া হলো)।
10 লাখ টাকা 5 বছরে 11% সুদে হয় 16.85 লাখ টাকা। এই 16.85 লাখ টাকার মধ্যে মূলধন (10 লাখ) - 59% ; আর সুদ (6.85 লাখ) - 41% - অর্থাৎ মূলধনের প্রভাব বেশি সুদের তুলনায়।
কিন্তু ওই 10 লাখ টাকা 30 বছর পরে একই শর্তে হয় 2.29 কোটি টাকা। এর মধ্যে মূলধন আগের মতোই 10 লাখ টাকা - 4% , আর সুদ 2.19 কোটি টাকা -96% । অর্থাৎ সুদের তুলনায় আসলের প্রভাব অতি নগণ্য।
Garry Keller তাঁর বই 'One Thing' এ ব্যাখ্যা করেছেন কিভাবে একটা ছোট্ট পাথর Domino প্রভাবের মাধ্যমে Mt এভারেস্ট কেও টলিয়ে দিতে পারে। ঠিক তেমনি সাধ্যমত আমাদের আজকের সঞ্চয় আগামী দিনের অনেক চিন্তার উপশম করতে পারে।
Power of compounding আমাদের সকলের জন্যই প্রয়োজনীয় কিন্তু আমার এই লেখার মূল উদ্দেশ্য আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম। ছোটরা যদি বুঝতে না চায়, আমাদের বাবা মা দের তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আগামী দিনে পেনশন বলে কিছু থাকবেনা। সামাজিক দায়বদ্ধতাও কতটা থাকবে যথেষ্ট সন্দেহ আছে। 10 হাজার টাকা মাসিক বিনিয়োগ 12% হারে 30 বছরে 3.08 কোটি টাকা হবে। সময়টা কমে 20 বছর হয়ে গেলে হাতে পাবেন 99 লাখ টাকা। বুঝতেই পারছেন সময়ের কি মারাত্মক প্রভাব!
Power of compounding শুধুমাত্র বিনিয়োগ নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও একই রকম উপযোগী - যা জানা এবং বোঝা বেশ সহজ কিন্তু পালন করা এত সহজ নয়। তাইতো আমাদের গুরু Warren Buffett বলেছেন - "We don't have to be smarter than the rest. We have to be more disciplined than the rest ".
No comments:
Post a Comment