Wednesday, 26 July 2023

INVEST FOR A LIMITED PERIOD AND ENJOY THE WHOLE LIFE BENEFITS

 


I am writing this article mainly for the benefits of the young generation. At the same time, I’ll request the parents of them to pay special attention on it.

The easiest way of success is to follow the pioneers on the field. All the legends in the investment field gave most importance to time frame. But now a days young people not very much keen for long term commitment. Therefore, they try to avoid it. I’ll try to solve the issue with – SHORT TERM COMMITMENT BUT LONG-TERM RESULT.

It is true that now a days young generation faces too much hurdles in the working field. Majority of them are not sure about what is going to happen next. Therefore, they should use their “PRESENT” in the right way to frame their future.

If I present a monthly SIP plan @ 20K for next twenty years to the juniors, probably majority of them will not be very much interested. Now if I change the investment time frame to only 5 years, many of them will be interested. If they invest for 5 years and wait for another 15 years, whole life they can enjoy monthly payout of Rs 57K *. In addition to that nominee will enjoy the benefits of Rs 89 lakhs(approx.).

If they invest for monthly 5K, they will receive the whole life payout of Rs 14K and nominee will get approx 22 lakhs.

The main challenge in today’s life is – LIFE STYLE EXPENSES. In case of juniors, it is much higher than the seniors. In addition to that there is no concept of PENSION (except a barring few). Young generation now following the western life style and there’s nothing wrong in it. But we should keep in mind that the social security is at decimal here compared to the west. So, they must build their future when the situation is under their control.


*investment period return is assumed @12% and distribution period return is assumed @8%

Tuesday, 25 July 2023

কিছু দিন টাকা জমান, আর সারা জীবন ফল উপভোগ করুন


আমার আজকের এই লেখা প্রধানত তরুণ প্রজন্মের জন্য। সকল অল্প বয়সীদের ও তাঁদের অভিভাকদের আমি অনুরোধ করবো এই ছোট্ট লেখাটা একটু মন দিয়ে পড়তে।

সাফল্যের সবচেয়ে সহজ সরল পথ হলো পূর্ববর্তী সফলদের পথ অনুসরণ করা। বিনিয়োগের ক্ষেত্রে তেমনই একটি পথ হলো  সময় । বিনিয়োগের সাফল্যের জন্য সময়ের চেয়ে বড় চাবিকাঠি আর কিছু নেই। আর সমস্যাটা ঠিক এখানেই। আজকের দিনে তরুণ প্রজন্ম কোনো দীর্ঘ সময়ের অঙ্গীকারকে ভয় পান। ফলে সহজাত কারনেই তা এড়িয়ে চলতে চান।  আমার আজকের প্রয়াস দুদিক বাঁচিয়ে এই তরুণ প্রজন্মকে আশার আলো দেখানো।

আজ আমরা দেখে নেবো অল্প কিছুদিন টাকা জমিয়ে সারা জীবন ভালো থাকার কোনো উপায় আছে কিনা! যুব সমাজকে আজকের দিনে কর্ম ক্ষেত্রে অনেক ঘাত প্রতিঘাত, প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়। তারা নিজেরাও জানেননা আগামী দিনে ঠিক কি ঘটতে চলেছে। ফলে তাঁদের বর্তমান টাকে কিন্তু খুব সুন্দর ভাবে কাজে লাগাতে হবে।

আগামী ২০ বছর প্রতিমাসে ২০,০০০ টাকা জমাতে বললে অনেকেই হয়তো এড়িয়ে যেতে পারেন। কিন্তু আগামী ৫ বছরের জন্য এই কাজটা অনেকেই করতে পারবেন। তারা ৫ বছর টাকা দেবেন, তারপর আর বিনিয়োগ করবেননা। তার ঠিক ১৫ বছর পর ( অর্থাৎ শুরু থেকে ২০ বছর পর) থেকে তারা প্রতি মাসে পেতে পারেন প্রায় ৫৭,০০০ টাকা সারা জীবনের জন্য  *। এছাড়াও মনোনীত ব্যক্তি পাবেন আনুমানিক ৮৯ লাখ টাকা।

৫ হাজার টাকা প্রতি মাসে দিলে তিনি প্রতি মাসে ফেরৎ  পাবেন ১৪,০০০ টাকা, আর মনোনীত ব্যক্তি পাবেন প্রায় ২২ লাখ টাকা। 

আজকের দিনে লাইফ স্টাইলের জন্য খরচ সকলেরই বেড়ে চলেছে। তরুণ প্রজন্মের ক্ষেত্রে সেটা আরও বেশি। আর একটা খুব বড় সমস্যা হলো অধিকাংশ ক্ষেত্রেই আগামী দিনে পেনশন বলে কিছু থাকবেনা।তাই আজ থেকেই সতর্ক না হলে আগামী দিনে বড় সমস্যা হতে পারে। উন্নত দেশের জীবন ধারাকে অনুসরণ বা অনুকরণ করলে কোনো ক্ষতি নেই, কিন্ত একথা ভুললে চলবেনা সোশ্যাল সিকিউরিটি এখানে প্রায় নেই বললেই চলে। তাই নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে এবং সেটা সময় থাকতে। পরে করার কথা ভাবলে সমস্যা বাড়বে বই কমবেনা।



* রিটার্ন ধরা হয়েছে বিনিয়োগ কলে ১২%, টাকা ফেরৎ পাবার সময় ৮%