KUNTAL CHAUDHURI
M - 9433240927
সমস্যাতো আছেই কিন্তু তাতেই আবদ্ধ না থেকে একটু খোজার চেষ্টা করা যাক বিকল্প পথগুলির:-
1থেকে 3বছরের FDর বিকল্প হিসাবে বন্ড বা ডেট ফান্ডের কথা ভেবে দেখতে পারেন। বিগত বছরের বিভিন্ন ডেট ফান্ডের রিটার্ন মোটামুটি 9%-12% পর্যন্ত।যা এই মুহূর্তে 7.5%-8.75% পর্যন্ত প্রত্যাশা করতে পারেন।সব থেকে বড় কথা 3 বছরের অধিক সময়ের জন্য এটি Tax efficient – এতে indexation এর সুবিধাও পাওয়া যায়।
নিয়মিত যারা মাসে মাসে টাকা পেতে চান তাঁরা অবশ্যই MF মান্থলি ইনকাম ফান্ডের(MIP) কথা ভেবে দেখতে পারেন।আপনি আপনার সুবিধামত পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। ট্যাক্সের কথা ভাবলে এর গুরুত্ব আরও বেশী।দীর্ঘকালীন সময়ে এটি মুদ্রাস্ফীতি নামক দানবটিকেও কিছুটা দাবিয়ে রাখতে সাহায্য করে।
FUND NAME 5 YR CAGR
ICICI MIP 25 12.36
UTI MIS ADV 11.59
SBI MIP 11.56
RELIANCR MIP 11.52
5 বা তার থেকে বেশী সময়কালের বিনিয়োগের জন্য ইক্যুউটি ফান্ডের
কোনো বিকল্প থাকতে পারেনা (আমার অতীতে লেখা SAVINGS Vs EQUITY লেখাটি পড়ে দেখতে পারেন)।
এটিই একমাত্র অস্ত্র যা দীর্ঘকালে সম্পূর্ন রুপে মুদ্রাস্ফীতির সাথে লড়তে সাহায্য করবে।
এখানে মাসে মাসে (SIP) অথবা এককালীন বিনিয়োগ করতে পারেন। বিগত 15 বছরে অধিকাংশ ভালো
ফান্ড 15% - 20% রিটার্ন প্রদান করেছে। শুধু
তাই নয় – বিনিয়োগের 1বছর পর থেকে পুরো টাকাটাই ট্যাক্স ফ্রি।
আপনারা আপনাদের সুবিধামত এই সমস্ত পথগুলিরই সাহায্য নিতে পারেন।
নিজের প্রকৃত প্রয়োজন মেটাতে চাইলে এদের প্রতিটিরই কিছু কিছু পরিমান দরকার। কিন্তু
কোনটা কতটা এই মুহূর্তে দরকার এবং সময় ও প্রয়োজনের পরিবর্তনের সাথে সাথে তাদের অনুপাতের
কি পরিবর্তন দরকার তা নির্ধারনের জন্য সম্ভব হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
অত্যন্ত সময়োপযোগী লেখা। বর্তমান সময়ে লেখাটি বহু মানুষকে তাঁদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগের সঠিক পথ দেখাবে, সন্দেহ নেই।
ReplyDeleteFDএর ইন্টারেস্ট রেট কমে যাওয়ায় নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করার রাস্তাটা আচমকাই সাধারণের কাছে বেশ ধোঁয়াটে হয়ে পড়েছে। এমতাবস্থায় বেশ খানিকটা পথ দেখানোর কাজ করবে এই লেখা।
ReplyDeleteI think you are advised a way out from present uncertainty of income flow to the pensioners who are very helpless lot with memories of high interest rate on FD in their most trusted nationalised banks.However investment decisions of individual may vary according to the need of the investors.
ReplyDeleteWe common people have no idea regarding savings, wealth creation, financial needs after 10 to 12 yrs. This article is very much helpful to initiate the process but guidance of a financial manager is must. Thanks for this article
ReplyDeleteVery timely.It will surely help out taxpayers to reduce his/her tax burden& also get an inflation a adjusted return.
ReplyDeleteখুব সুন্দর এবং সময়োপোযোগী লেখা। তবে সাধারণ মানুষ ব্যাংকের ব্যপারে যতটা স্বচ্ছন্দ mutual fund সম্পর্কে ততটা নয়। সেই বোঝানোর ব্যাপারটা এবং confidence এ আনাটা জরুরি
ReplyDeleteঅসাধারণ এবং অত্যন্ত সময়োপযোগী একটি লেখা যা সবাইকে নতুন ভাবে ভাবতে সাহায্য করবে ৷
ReplyDeleteVery fine analysis.It will help investors to get rid of tax burden & also Getting a good tax free return.
ReplyDeleteArticle is good but gain percentage shown in this article for MF's are rather low. Data shown here seems at par with PPF(8℅).Anyway I agree 100% about changing stereotyped view about investing in FD and PPF and obviously misleading LIC policies.Thanks for the article, please keep providing us with valuable informations.
ReplyDeleteAritcle is really good and it hep people to take judicious decision which fund to keep their hard earned money.
Delete