KUNTAL CHAUDHURI
M - 9433240927
সমস্যাতো আছেই কিন্তু তাতেই আবদ্ধ না থেকে একটু খোজার চেষ্টা করা যাক বিকল্প পথগুলির:-
1থেকে 3বছরের FDর বিকল্প হিসাবে বন্ড বা ডেট ফান্ডের কথা ভেবে দেখতে পারেন। বিগত বছরের বিভিন্ন ডেট ফান্ডের রিটার্ন মোটামুটি 9%-12% পর্যন্ত।যা এই মুহূর্তে 7.5%-8.75% পর্যন্ত প্রত্যাশা করতে পারেন।সব থেকে বড় কথা 3 বছরের অধিক সময়ের জন্য এটি Tax efficient – এতে indexation এর সুবিধাও পাওয়া যায়।
নিয়মিত যারা মাসে মাসে টাকা পেতে চান তাঁরা অবশ্যই MF মান্থলি ইনকাম ফান্ডের(MIP) কথা ভেবে দেখতে পারেন।আপনি আপনার সুবিধামত পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। ট্যাক্সের কথা ভাবলে এর গুরুত্ব আরও বেশী।দীর্ঘকালীন সময়ে এটি মুদ্রাস্ফীতি নামক দানবটিকেও কিছুটা দাবিয়ে রাখতে সাহায্য করে।
FUND NAME 5 YR CAGR
ICICI MIP 25 12.36
UTI MIS ADV 11.59
SBI MIP 11.56
RELIANCR MIP 11.52
5 বা তার থেকে বেশী সময়কালের বিনিয়োগের জন্য ইক্যুউটি ফান্ডের
কোনো বিকল্প থাকতে পারেনা (আমার অতীতে লেখা SAVINGS Vs EQUITY লেখাটি পড়ে দেখতে পারেন)।
এটিই একমাত্র অস্ত্র যা দীর্ঘকালে সম্পূর্ন রুপে মুদ্রাস্ফীতির সাথে লড়তে সাহায্য করবে।
এখানে মাসে মাসে (SIP) অথবা এককালীন বিনিয়োগ করতে পারেন। বিগত 15 বছরে অধিকাংশ ভালো
ফান্ড 15% - 20% রিটার্ন প্রদান করেছে। শুধু
তাই নয় – বিনিয়োগের 1বছর পর থেকে পুরো টাকাটাই ট্যাক্স ফ্রি।
আপনারা আপনাদের সুবিধামত এই সমস্ত পথগুলিরই সাহায্য নিতে পারেন।
নিজের প্রকৃত প্রয়োজন মেটাতে চাইলে এদের প্রতিটিরই কিছু কিছু পরিমান দরকার। কিন্তু
কোনটা কতটা এই মুহূর্তে দরকার এবং সময় ও প্রয়োজনের পরিবর্তনের সাথে সাথে তাদের অনুপাতের
কি পরিবর্তন দরকার তা নির্ধারনের জন্য সম্ভব হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।