Thursday, 16 November 2017

বিনিয়োগের টুকিটাকি

KUNTAL CHAUDHURI

CERTIFIED FINANCIAL PLANNER

M - 9433240927


1)      বন্ড / FD সম্পদ সংরক্ষনের জন্য ব্যবহার করা উচিৎ আর বিনিয়োগ করা উচিৎ সম্পদ বাড়ানোর জন্য৷

2)      ধার না থাকা / না রাখা খুবই বড় সম্পদ – ক্রেডিট কার্ড / ই.এম.আই এর চাপ যত কম থাকে ততই ভালো৷

3)      অপ্রয়জনীয় খরচ বা বাজে খরচ যত কম করা যায় ততই মঙ্গল৷ আজকের অপ্রয়জনীয় খরচ আগামী দিনের প্রয়জনীয় খরচে বাধা দিতে পারে!

4)      প্রতিবেশীদের দেখে নিজের খরচের ধারা ঠিক করবেননা।নিজের  লক্ষ্য ও সামর্থ্য অনুযায়ী খরচ করুন।বিনিয়োগও করুন নিজের লক্ষ্যকে সামনে রেখে।

5)      বর্তমান বা ভবিষ্যত বেয়ার মার্কেট সব সময় ভয়ের বলেই মনে হয় – ঘটে যাওয়া বেয়ার মার্কেট  সুযোগের অপব্যবহার বলেই মনে হয়।

6)      বিনিয়োগ যত আগে শুরু করা যায় ততই ভালো।
TIME IN THE MARKET  IS MOST IMPORTANT
NOT TIMING THE MARKET .

7)      উশৃঙ্খলতা কখনোই সাফল্য দেয়না। বিনিয়োগে সাফল্য পেতে হলে সুশৃঙ্খল পদ্ধতিতেই তা পেতে হবে – এই কাজে ধৈর্য্যের খুবই প্রয়জন।

8)      বিনিয়োগের মাধ্যমে দ্রুত বড়লোক হবার চেষ্টা করবেননা। তা শুধুই ভরাডুবি ঘটায়। কিন্তু কেন জানিনা অধিকাংশ মানুষ সেই ভুলই করে থাকেন!

9)      WARREN BUFFET এর ভাষায় ঢেউ চলে গেলে তবেই জানা যায় কারা উলঙ্গ হয়ে সাঁতার কাটছিলেন – শুধুই সুসময়ের ভিত্তিতে কোন কিছুর বিচার করবেননা।

10)  HIGH RISK HIGH RETURN – সত্যিই কি তাই! তাহলে ঘোড় দৌড়ের মাঠেতো তা রয়েছে।ওখানে ভিখারী অনেকেই হয়েছেন জানি – সম্পদের ভান্ডার কতজন গড়েছেন? ঝুঁকি কমানোই বিনিয়োগকারীর প্রধান কর্তব্য।

11)  ইক্যুউটি মার্কেটে বিনিয়োগ করার মানে আপনি কতকগুলি কোম্পানির আংশিক মালিক।তাই আপনার আয়ও হবে ওই কোম্পানি গুলিরই  আনুপাতিক আয়।

12)  ইক্যুউটি মার্কেটে বিনিয়োগ কালে ভালো সময়, খুব ভালো সময়,খারাপ সময়,খুব খারাপ সময় –এই প্রতিটি কালেরই সম্মুখিন আপনাকে হতেই হবে।তবে খারাপ দিনের চেয়ে ভালো দিনের সংখ্যাটা অনেক বেশী হয়।

আমজনতা খুব স্বাভাবিক ভাবেই খারাপ সময়টা এড়াতে চান – আর তার দাম দেন ভালো দিন (GOOD DAY) ত্যাগের মাধ্যমে! সেনসেক্স জন্মকাল থেকে আজ পর্যন্ত মোটামুটি 17% এর মতো রিটার্ন প্রদান করছে।কিন্তু কতজন আমজনতা তা পেয়েছেন?

সাধ্যমতো দীর্ঘ সময়ে নিয়মিত বিনিয়োগ করুন – ফল তাতে অনেক মধুর হবে।